EMI Policy:

 

স্মার্টফোন বা গ্যজেট পছন্দ হয়েছে, কিনতেও চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে নগদ টাকা না থাকায় কিনতে পারছেন না?

 

Apple Empire আপনাদের জন্য নিয়ে এসেছে EMI- এর সুবিধা। এখন নগদ টাকা হাতে না থাকলেও পছন্দের মোবাইল বা গ্যজেট কেনা হবে আরো সহজ, আকর্ষণীয় EMI সুবিধার মাধ্যমে। যারা একবারে একটি বড় অংকের টাকার জন্য পছন্দের ডিভাইস কিনতে পারছেন না অথচ এই এমাউন্টের টাকা যদি কয়েক মাসে ভেঙ্গে দেয়া যেতো তাদের জন্যই EMI।

অনেকেই EMI Facilities কে জটিল বলে মনে করেন অথচ ব্যাপারটি অনেক সহজ। EMI-এর পূর্ণরুপ হচ্ছে Equated Monthly Installments। নিচের তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে যেকোনো একটির ক্রেডিট কার্ড থাকলেই আপনি সেই কার্ডের মাধ্যমে (লিমিট অনুযায়ী) সহজে EMI সুবিধার মাধ্যমে ডিভাইস কিনতে পারবেন। আপনার পছন্দের ডিভাইসের যে মূল্য, সেই পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যাংক আপনাকে ৩ থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ভাগ করে পরিশোধের সুযোগ দিবে। EMI সুবিধা নিতে চাইলে অবশ্যই  সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে

উদাহরণ : ধরা যাক, আপনি আমাদের শপ থেকে iPhone 14 Pro Max মডেলের একটি ফোন কিনবেন যার নগদ মূল্য ১,২৬,০০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। আপনি চাইলে পুরো ১,২৬,০০০ টাকাই কিস্তির মাধ্যমে দিতে পারবেন অথবা ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা নগদ পরিশোধ করে বাকি ১,০০,০০০ (এক লক্ষ) টাকার ওপর EMI/কিস্তি করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্যনীয় যে, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে যেই পরিমান টাকার ওপর EMI করবেন, ফোনের সর্বমোট মূল্যের বাইরে অতিরিক্ত কিছু চার্জ যুক্ত হবে! অর্থাৎ, নগদ মুল্যে iPhone 14 Pro Max কিনতে পারবেন ১,২৬,০০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকায়। EMI করে মাসে মাসে দিতে চাইলে এই ১,২৬,০০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকার বাইরে কিছু চার্জ অতিরিক্ত দিতে হবে, যেহেতু আপনাকে সংশ্লিষ্ট ব্যাংক ধাপে ধাপে পরিশোধ করার সুযোগ দিচ্ছে।

EMI সংক্রান্ত যেকোনো ধরনের বিভ্রান্তি/ অভিযোগ/ পরামর্শ-র জন্য যোগাযোগ করতে পারেন : 01616436311 / 01616436318 (Call & WhatsApp)